সাধারণত কী কী ধরনের জ্বর হয়? জ্বর হলে করণীয় কী? জেনে রাখুন-সুস্থ থাকুন (Treatment of fever)

প্রশ্ন: সাধারণত কী কী ধরনের জ্বর হয়? জ্বর হলে তাৎক্ষণিক করণীয় কী?
উত্তর: সবচেয়ে প্রচলিত যেই জ্বর হয়, সেটি হলো ভাইরাল ফিভার। জ্বর কোনো রোগ নয়, রোগের উপসর্গ এর সঙ্গে সবাই কমবেশি পরিচিত আমরা। ভাইরাল ফিভারে আসলে খুব বেশি কিছু করার নেই। লক্ষণ বুঝে এর চিকিৎসা করতে হবে। জ্বর থাকলে প্যারাসিটামল খেতে হবে। খুব বেশি জ্বর না থাকলে কোনো কিছু না খেলেও চলবে। গা মুছে দিলে চলবে। মাথাব্যথা থাকলে প্যারাসিটামল খেতে হবে এবং অবশ্যই প্রচুর পরিমাণ পানিজাতীয় খাবার খেতে হবে। একই সঙ্গে একটু বিশ্রামে থাকতে হবে। বিশ্রাম নিলে খুব দ্রুত জ্বরটা কমে যায়। এ ছাড়া আরো অনেক ধরনের জ্বর আছে। যেমন ব্যাকটেরিয়ার জন্য হয় টাইফয়েড জ্বর। আবার নিউমোনিয়া হতে পারে, ম্যালেরিয়াও হতে পারে। আরো অনেক ধরনের জ্বর আছে। এগুলো আমাদের দেশে সবচেয়ে বেশি প্রচলিত।
ডা. আফসানা বেগম (ইউনাইটেড হাসপাতাল মেডিসিন বিভাগ)

Media PlantAuthor posts

Avatar for Media Plant

Media Plant is an Entertainment Movies, Drama, Funny Video, Shorts Video, Interviews, Songs, Poem, Story, Vlog, Caller Tunes, Fashion, News, Treatment, Online Shopping and Media House in Bangladesh. মিডিয়া প্ল্যান্ট বাংলাদেশের একটি বিনোদন এবং মিডিয়া হাউস।

Comments are disabled.