Site icon Media Plant

সাধারণত কী কী ধরনের জ্বর হয়? জ্বর হলে করণীয় কী? জেনে রাখুন-সুস্থ থাকুন (Treatment of fever)

সাধারণত কী কী ধরনের জ্বর হয়? জ্বর হলে করণীয় কী? জেনে রাখুন-সুস্থ থাকুন (Treatment of fever)

প্রশ্ন: সাধারণত কী কী ধরনের জ্বর হয়? জ্বর হলে তাৎক্ষণিক করণীয় কী?
উত্তর: সবচেয়ে প্রচলিত যেই জ্বর হয়, সেটি হলো ভাইরাল ফিভার। জ্বর কোনো রোগ নয়, রোগের উপসর্গ এর সঙ্গে সবাই কমবেশি পরিচিত আমরা। ভাইরাল ফিভারে আসলে খুব বেশি কিছু করার নেই। লক্ষণ বুঝে এর চিকিৎসা করতে হবে। জ্বর থাকলে প্যারাসিটামল খেতে হবে। খুব বেশি জ্বর না থাকলে কোনো কিছু না খেলেও চলবে। গা মুছে দিলে চলবে। মাথাব্যথা থাকলে প্যারাসিটামল খেতে হবে এবং অবশ্যই প্রচুর পরিমাণ পানিজাতীয় খাবার খেতে হবে। একই সঙ্গে একটু বিশ্রামে থাকতে হবে। বিশ্রাম নিলে খুব দ্রুত জ্বরটা কমে যায়। এ ছাড়া আরো অনেক ধরনের জ্বর আছে। যেমন ব্যাকটেরিয়ার জন্য হয় টাইফয়েড জ্বর। আবার নিউমোনিয়া হতে পারে, ম্যালেরিয়াও হতে পারে। আরো অনেক ধরনের জ্বর আছে। এগুলো আমাদের দেশে সবচেয়ে বেশি প্রচলিত।
ডা. আফসানা বেগম (ইউনাইটেড হাসপাতাল মেডিসিন বিভাগ)

Exit mobile version