আবার বাংলাদেশে আসছেন সুরকার, গীতিকার ও শিল্পী ‘উদয় বন্দ্যোপাধ্যায়’
১১ই এপ্রিল আবার বাংলাদেশে আসছেন ‘যদি বন্ধু হও যদি বাড়াও হাত’ এর স্রষ্টা পশ্চিমবঙ্গ তথা ভারতের প্রথিতযশা সুরকার গীতিকার ও শিল্পী উদয় বন্দ্যোপাধ্যায়। ১২ই এপ্রিল ঢাকায় সুফিয়া কামাল মিলনায়তনে তাঁর কথা ও সুরে শাহনাজ রহমান সুমির গাওয়া একটি অডিও অ্যালবাম প্রকাশ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। ‘মিডিয়া প্ল্যান্ট’ এর ব্যানারে তাঁর নিজের কথায় সুরে তিনটি নতুন বাংলা গান রেকর্ড করতে চলেছেন শিল্পী। এছাড়াও ১৪ ই এপ্রিল ঢাকা ক্যাডেট কলেজ ক্লাবে শোনা যাবে তাঁর একক সঙ্গীত।
No Comment