প্রেম ও প্রতিপালক
-জুলফিয়া ইসলাম

কে সে জন?
তাকে আমি চিনি না।
যার আকার আমার চেনা নাই।
তিনিই তো আমার প্রতিপালক যিনি সর্বক্ষণ আমাকে ছায়া দিয়ে মায়া দিয়ে ঘিরে রেখেছেন।
তার শীতল সুবাতাসে আমার হৃদয় ভরে যায়।
অবিরাম শ্বাস-প্রশ্বাসে জীবন ধারণ করি।
তার সৃষ্ট আকাশ বাতাস জল ফল সবই যে বড়ই সুন্দর।
বছরের ঘুরে বছর একই আবর্তে ঘুরতে থাকে পৃথিবী।
আমিও শিশু থেকে যৌবন পেরিয়ে কত ঘাত-প্রতিঘাত, সুখ-দুঃখ মাড়িয়ে মাড়িয়ে ছুটে চলেছি সীমানার দিকে। একসময় মোহমুগ্ধ হয়ে দৃষ্টিপাত করি নিজেরই প্রতিবিম্বে।
চমকে উঠি। বাহ, এতো সুন্দর দেহাবয়ব? কে তিনি যিনি বানিয়েছেন আমাকে।
তাহলে আমার দেহ কী আমার? এসব তো আমার না আমি তো বানাইনি।
ভাবি আর ভাবি।
কূল নাই কিনার নাই ছুটে চলা সমুদ্রের মতো।
কোথায় থেকে এতো সুন্দর ঢেউ ছুটে এসে লুটিয়ে পড়ে আমার পায়ে।
এর কী কোনো হিসাব আছে।
গোল্ডেন রেসিউ এক দশমিক ছয় আর্কিটেকচারাল ডিজাইনের অনুপাত।
এসব তো বহু পুরানো প্রকৃতির মাপ।
বড়ই অদ্ভুত।
আমার মননের কাছে আমি নত হই।
আদতে বুঝতে চাই না আমি কোনো হিসাব আর বুঝেই বা কী করবো।
সব হিসাবের পরও যে হিসাব থেকেই যায়।
আমার যতটুকু প্রাপ্য সে তো আমার জন্য রয়েছেই।
আর কী চাই।
এই ‘আকাশ ভরা সূর্য তারা’-র মধ্যে আমার স্থান।
এটাই তো আমার বড় পাওয়া।
আমি বিস্মিত হই, কেবল বিস্মিতই হই।
চলুক না জগৎ জগতের নিয়মে, যোগ বিয়োগ গুণ ভাগ করে করে।
আমি শুধু মন উজাড় করে ভালোবাসতে চাই সৃষ্টির শ্রেষ্ঠ মানুষকে, জগতের সকল সৃষ্টিকে।
আমার মাথা নত হয়ে থাক চিরকাল তোমার সমীপে হে মহান হে আমার সৃষ্টিকর্তা।

Media PlantAuthor posts

Avatar for Media Plant

Media Plant is an Entertainment Movies, Drama, Funny Video, Shorts Video, Interviews, Songs, Poem, Story, Vlog, Caller Tunes, Fashion, News, Treatment, Online Shopping and Media House in Bangladesh. মিডিয়া প্ল্যান্ট বাংলাদেশের একটি বিনোদন এবং মিডিয়া হাউস।

Comments are disabled.