সুন্দরবন ও সাতক্ষীরা নিয়ে “ইত্যাদি”
সাতক্ষীরা ও সুন্দরবনের ইতিহাস, ঐতিহ্য ও পর্যটন শিল্পের অপার সম্ভাবনা নিয়ে ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। ‘ইত্যাদি’ স্পন্সর করেছে কেয়া কস্মেটিকস্ লিমিটেড।
অনুষ্ঠানে দর্শকপর্ব, মামা-ভাগ্নে, নানি-নাতি, চিঠিপত্র ইত্যাদি নিয়মিত পর্বসহ বিভিন্ন সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে রয়েছে বেশ কয়েকটি বিদ্রূপাত্মক নাট্যাংশ।
বিষয় বৈচিত্র্যে ভরপুর ইত্যাদির এই পর্বে রয়েছে বেশ কিছু মানবিক ও শিক্ষামূলক প্রতিবেদন। ইজি বাইকের ভয়াবহ স্কার্ফ দুর্ঘটনা নিয়ে রয়েছে একটি সচেতনতামূলক প্রতিবেদন। আরো রয়েছে মুক্তাগাছা উপজেলার নিভৃত পল্লীতে তিন বিদেশি নাগরিকের প্রতিষ্ঠিত একটি কৃষি খামারের ওপর ব্যতিক্রমধর্মী প্রতিবেদন। এ বারের ইত্যাদিতে একটি দেশাত্মবোধক গান গেয়েছেন নন্দিত শিল্পী সাবিনা ইয়াসমীন। এছাড়া সাতক্ষীরার ‘সুশীলন সাংস্কৃতিক দল’-এর পরিবেশনায় রয়েছে একটি ‘পট’ গান।
সুন্দরবনের কোলে নির্মিত আকাশলীনা পর্যটন কেন্দ্রে ধারণ করা ইত্যাদির একটি নিয়মিত পর্ব প্রচার একযোগে প্রচার হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর।
No Comment