রিটায়ার্ড অফিসার
-হুমায়ুন চৌধুরী হিমু
ঘুম থেকে উঠেই পত্রিকাতে
চোখ দুটো করে খোঁজ,
লিগ্যাল নোটিশ, ঘরভাড়া সহ
সব খবরই পড়ে রোজ।।
আজকাল নতুন করে যুক্ত হল
বউয়ের ঘ্যানঘ্যানানি,
একদা এই কর্তাবাবু’র মেজাজে
গিন্নী’র চোখে জমত পানি।।
হাতের ছড়ি আর চোখের চশমা
এখন সবচেয়ে বেশী আপন,
অবজ্ঞা আর অবহেলা’তে
কর্তার সময় যাপন।।
মাঝে মধ্যে ভুল করে যদি
পুরনো অফিসে যায় হেঁটে,
বড়জোর কেরানী কিংবা পিয়নের
কষ্টে সালাম দু’এক জোটে।।
চেয়ারের মুল্য এত বেশী
ভাবতেই চোখ মুছে বারবার,
ডাকসাঁইটে সেই কর্তাবাবু
এখন রিটায়ার্ড অফিসার।।
রিটায়ার্ড অফিসার | Bangla Kobita | Retired Officer | বাংলা কবিতা | Bangla Poem | কবিতা