ভাব আছে যার গায় দেখলে তারে চেনা যায়
কথা ও সুরঃ ভিক্ষু সাধু ফকির
সঙ্গীতঃ লাইভ
শিল্পীঃ সোহেল মৃধা
ভাব আছে যার গায়
দেখলে তারে চেনা যায়
সর্বঅঙ্গ তার পুড়ারে
ভাবের ঘরে আলেক শহরে
আল্লাহ রাসুল বিরাজ করেরে।
আমার আমার ছাড় দমের জিকির কর
তাইলে পাইতে পার খোদারে
পাগলা গুরুরূপে নয়ন দিয়েছে যেই জন
তার মরণের ভয় কি আছে রে
ভাবের ঘরে আলেক শহরে
আল্লাহ রাসুল বিরাজ করেরে।
মক্কা কি মদিনা খুঁজিলে মেলে না
খোঁজ কর আপন দিলে তে
দেখিলে ছবি পাগল হবি
কোন নিষেধ মানবে না রে
ভাবের ঘরে আলেক শহরে
আল্লাহ রাসুল বিরাজ করেরে।
পিরিতি পিরিতি বিষম পিরিতি
পিরিতি কয়জনা জানেরে
পিরিতি করিয়া যেজন গেছে মরিয়া
সার্থক জনম তাহাররে।
মক্কা কি মদিনা খুঁজিলে মেলেনা
খোঁজ কর আপন দিলেতে
দেখিলে ছবি পাগল হবি
কোন নিষেধ মানবে নারে
ভাবের ঘরে আলেক শহরে
আল্লাহ রাসুল বিরাজ করেরে।
ভাব আছে যার গায় দেখলে তারে চেনা যায় | Bangla Song Lyrics | Bhab Ache Jar Gaye Dekhle Tare Chena Jay Lyrics | বাংলা গানের কথা | লিরিক্স