মাটি কাইটা খাল করছে
কথা, সুর ও শিল্পীঃ বালার্ক
অ্যালবামঃ মনের মানুষ
সঙ্গীতঃ ওয়াহেদ শাহীন
মাটি কাইটা খাল করছে খাল এখন নদী
মনের মাটি হইতো নদী তুমি কাটতা যদি
একবার যদি কাঁকের ভালোবাসা বুঝে নিতা
আমার ভালোবাসার সঠিক দাম তুমি দিতা
বুজলাম সুজলাম সবই করলাম এই আমার নিতি
আশা আমার বেবাগ যেন ভালোবাসায় জিতি
মাটি কাইটা খাল করছে খাল এখন পুকুর
তোমার পুকুর হলে গোসল করতাম প্রতি দুপুর
তুমি আমায় চিনলে না তুমি আমায় চিনলে না
তুমিরে দাম দিলে না মনের দাম দিলে না
তুমি আমায় চিনলে না তুমি আমায় চিনলে না
তুমিরে দাম দিলে না ও যাদু পাখী শোনা
যাদু পাখী শোনা…
বাসার মধ্যে কান্দি বসে তোমায় না পাই তাই
তুমি আমার জগত সংসার কি করে বোঝাই
বুয়া নামের খালায় বলে কান্দেন কেন মামা
আপনার বাপ মায় কিনে দেয় নাই কিগো নতুন জামা
এই কথা শুনিয়া বলো কারনা অন্তর জ্বলে
তোমায় পেতে রাজি আমি পুড়তে তিলে তিলে
মাটি কাইটা খাল করছে খাল এখন ডুবা
আশায় বসে আছি তুমি কবে যে সুখ থুবা
মধুর বনে বাজে বাঁশি হঠাৎ থেমে থেমে
এমন বাঁশিতো শুনি নাই বাবারও জনমে
পাওয়া না পাওার কথা বলছি নাতো তোমায়
সোনার বাংলায় বললে নাতো আমি তোমার কোথায়
রাস্তা ঘাঁটে প্রেম পাবি বলতো আমার নানী
প্রেম কতো কঠিন এখন হারে হারে জানি
মাটি কাইটা খাল করছে খাল এখন ভরাট
যমুনার জল নাই যমুনায় পাত্র হইছে জমাট
মাটি কাইটা খাল করছে খাল এখন নদী | Bangla Song Lyrics | Mati Kaita Khal Korse Lyrics | বাংলা গানের কথা | লিরিক্স