জয় বাংলার বাঘ
গীতিকারঃ নিহন
সুর ও সঙ্গীতঃ এ কে শাওন
শিল্পীঃ আজম সোহেল
মায়ের ভাষায় গল্প লিখছি, মায়ের ভাষায় অশেষ
হতাশায় আসা স্বপ্ন মধুর, সম্ভাবনা বিশেষ
হানাদার যত রুখে দিল মোরে, যত ছিল অভিশাপ
এনেছি দেখ মা বাংলা আমার, মুছে দিয়ে শত পাপ
মোরা রুব্ধ ক্ষুব্ধ বাঙ্গালী মোরা বুক উঁচিয়ে ডাকা হাঁক
মোরা ভালবাসি দেশ বেধে রাখি বুকে জয় বাংলার বাঘ
মোরা একাত্তরের দামাল ছেলে রাগে কেঁপে উঠা রেশ
এনেছি দেখ মা রক্ত প্লাবনে সোনার বাংলাদেশ
বায়ান্ন থেকে উনসত্তর একাত্তরেই শেষ
পঁচাত্তরের শোকের বহর বুকেতে সাহস অশেষ
সুজলা সুফলা শষ্য শ্যামলা বুকচেরা নদী জল
তিমির গহীন রাত্রি আধার কাটিছে রবি অটল
রফিক শফিক জব্বার ছিল ভাষানী ছিল শের
নজরুল ছিল মুনির ছিল বিদ্রোহী আকাশের
হুংকার দিয়ে মুজিব মোদের স্বাধীন করল দেশ
কত রক্তের বিনিময়ে গড়া প্রানের বাংলাদেশ
জয় বাংলার বাঘ | Bangla Song Lyrics | Joy Banglar Bagh Lyrics | বাংলা গানের কথা | লিরিক্স