ভালোবাসা দিবস উপলক্ষে আসছে “প্রিয়তমা” ও “মইরা গেলে” গানের মিউজিক ভিডিও। ভিডিও দুটি নির্মাণ করেছেন নির্মাতা- মারুফ মুন্না। চিত্রগ্রাহক হিসেবে ছিলেন- নাদিম হুসাইন। “প্রিয়তমা” গানটি লেখা, সুর, সঙ্গীত ও কণ্ঠ দিয়েছেন- অমি মুহিত। “মইরা গেলে” গানটির গীতিকার ও সুরকার- মারুফ মুন্না, সঙ্গীত করেছেন- ওয়াহেদ শাহীন, গানটিতে কণ্ঠ দিয়েছেন- সোহেল মৃধা। “প্রিয়তমা” ও “মইরা গেলে” গান দুটি বাজারজাত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান “মিডিয়া প্লান্ট”। মডেল হিসেবে কাজ করেছেন- আদনান আহমেদ, সামিয়া কলি সামু, সান, আলামিন ও কেয়া । উক্ত গান দুটি সম্পর্কে নির্মাতা মারুফ মুন্না বলেন- “প্রিয়তমা” রোম্যানটি গান তাই সিনেমা স্টাইলে করেছি। “মইরা গেলে” গানটি যেহেতু কষ্টের গান তাই একটি কষ্টের গল্প নিয়ে গানটি নির্মাণ করেছি আশা করছি গানটি সকলের কাছে ভালো লাগবে। গানটি খুব তাড়াতাড়ি “মিডিয়া প্ল্যান্ট” এর ইউটিউব চ্যানেলে ও তাদের এর অফিসিয়াল ওয়েব সাইট www.mediaplantbd.com এ পাওয়া যাবে।
Media PlantAuthor posts
Shopping and Entertainment Media Plant organized.
No Comment