পেশাদারি ভন্ড
লেখা, সুর ও শিল্পীঃ শাকিল আহমেদ
সঙ্গীতঃ ওয়াহেদ শাহীন

হাবা গোবা সেজে থাকা
ফ্যাল ফ্যাল চেয়ে থাকা
এ হলো চোরের লক্ষন,
চোখে পর্দা দিয়ে মনের
দরজা খুলে চুপি চুপি
করে ওরা ভক্ষন।
মুখোশ পরিহিত সমাজের
স্বাধুগুলো করে বরড়াই দেখ কি কান্ড !!
আসলে ওরা সবাই পেশাদারি ভন্ড !!

মনে যা ভাবে ওরা মুখে বলেনা,
কথা দিয়ে কখনো কথা রাখেনা।
কথা সুনে মনে হয় যেন দেবতা,
আসলে ওরা ভন্ড নেতা।
রাজনীতির যোয়ারে ভেসে আসে দোয়ারে,
হাত পেতে বলে মোরে ভোট দ্যান,
তুমিও মানুষ ভাই আমিও মানুষ তোমার আমার নেই কোন ব্যাবধান
সার্থ ফুরিযে গেলে পিছনের কথা ভুলে হয়ে যায় ওরা সবাই অন্ধ !!

সারা দেশে বয়ে যা উন্নতির বন্যা,
চাইনা তো হানা হানি চাইনা তো কান্না।
দুর্নীতি করিলে রাজনীতি ছাড়ো,
রাজনীতি করিলে দুর্নীতি ছাড়ো।
উন্নয়োন করিলে ভোট দেবে সকলে,
থাকবেনা আর কোন টেনশন,
যতোই বাধা আসুক না কেন,
রুখবে দেশের সকল জনগন
তানা হলে একবার আর নয় বার বার, হয়ে যাবে সব কিছু বন্ধ !!

Media PlantAuthor posts

Avatar for Media Plant

Media Plant is an Entertainment Movies, Drama, Funny Video, Shorts Video, Interviews, Songs, Poem, Story, Vlog, Caller Tunes, Fashion, News, Treatment, Online Shopping and Media House in Bangladesh. মিডিয়া প্ল্যান্ট বাংলাদেশের একটি বিনোদন এবং মিডিয়া হাউস।

Comments are disabled.