আমার কি হবে
শিল্পীঃ অমি মুহিত
গীতিকারঃ মারুফ মুন্না
সুরকারঃ মান্নান মোহাম্মাদ
সঙ্গীতঃ ওয়াহেদ শাহীন
যেখানে তুমি যাও চলে যাও
আমার কি হবে যাও বলে যাও
বলেছিলে কখনও যাবে না চলে
সেই তুমি কি করে চলে গেলে !!
যে টুকু সুখ তুমি দিয়েছ আমায়
তার চেয়ে বেশী দিলে দুঃখ
আমার চোখে তুমি ছিলে জোনাকি
তোমার চোখে আমি অন্ধ !!
কখনও বন ভুলে বনেরি পাখি
পোষ মানে না যে মনের খাঁচায়
বুঝে গেছি আমি ভালোবাসোনি তুমি
করেছ আমায় নিয়ে খেলা !!