Site icon Media Plant

হায়রে করোনা নিঠুর করোনা | Bangla Song Lyrics | Hayre Corona Nithur Corona Lyrics | বাংলা গানের কথা | লিরিক্স

হায়রে করোনা নিঠুর করোনা
গীতিকার ও সুরকারঃ মৌসুমি নাহার
সঙ্গীতঃ খায়েম আহমেদ
শিল্পীঃ মৌসুমি নাহার

হায়রে করোনা, বড় নিঠুর করোনা
মৃত্যু দুয়ারে ঠেলে নিয়ে যায়, এ কেমন করোনা !!
বাঁচতে চাই বাঁচতে চাই
আমরা বাঁচতে চাই !!

লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নিয়ে যাচ্ছে
হাজার মানুষ আজ কেন চিতাতে জ্বলছে !!
মানুষের বুকে আজ শুধু ভয় আর হাহাকার
সুন্দর ভাবে বেঁচে থাকার নেই কি অধিকার !

হাজার হাজার কবর খুঁড়ে মানুষ আজ ক্লান্ত
কখন যেন নিজের জীবন হয়ে যায় শান্ত !!
বিধাতা তুমি রক্ষা করো আমরা অসহায়
তোমার দয়া ছাড়া আজ আমরা নিরুপায় !

হায়রে করোনা নিঠুর করোনা | Bangla Song Lyrics | Hayre Corona Nithur Corona Lyrics | বাংলা গানের কথা | লিরিক্স

Exit mobile version