Site icon Media Plant

বিফলে রজনী আমার | Bangla Song Lyrics | Bifole Rojoni Amar Lyrics | বাংলা গানের কথা | লিরিক্স

বিফলে রজনী আমার
কথাঃ পল্লী কবি রমিজ শাহ্ আলী
সঙ্গীতঃ ওয়াহেদ শাহীন
শিল্পীঃ ফাহমিদা রত্না

বিফলে রজনী আমার
যাক না সজনীগো
কোনপথে আসিবে
খেয়াল রাখ না।।

বাঁশী হাতে শ্যাম
রাই সোনার নুপুর দিয়া পায়
রুনুর ঝুনুর হবে কত বাজনা
এগো জাগিলে পরশীর লোকে
দওবে কত বকনা,,সজনীগো।।

অসতর্ক হইসনা ওরে
প্রাণ বন্ধু আসতে পারে
আগিল দ্বারে খাড়া হয়ে থাকনা
এগো আসলে বন্ধু প্রেম সিন্দুর কপাল ভরে মাখনা।।

আসবে আসবে ঐ এসেছে
মন আমার কেমন করতেছে
সইলো আমায় আচল দিয়ে ঢাকনা
এগো যাহার পাগল এই রমিজে
তার হাতে তুই সপ না।। সজনীগো

বিফলে রজনী আমার | Bangla Song Lyrics | Bifole Rojoni Amar Lyrics | বাংলা গানের কথা | লিরিক্স

Exit mobile version