Site icon Media Plant

আল্লাহ্ রাসূল দুইজনা | Bangla Song Lyrics | Allah Rasool Duijona Lyrics | বাংলা গানের কথা | লিরিক্স

আল্লাহ্ রাসূল দুইজনা
কথা, সুর ও শিল্পীঃ বালার্ক
অ্যালবামঃ মনের ভেতর
সঙ্গীতঃ ওয়াহেদ শাহীন

আল্লাহ্ রাসুল দুইজনা
প্রেম করেছে গোপোনা
তোমারও আমার প্রেমের সেই ধারা !!

তুমি কেন ভয় করো
লোক দেখিলে সরো !!
নবীর প্রেমেতো কোন ভয় ছিল না
তোমার প্রেমেতে কেন ভয় ছাড়ে না

তোমার সাথে করবো দেখা
সময় কাল দুপুর
এসো তুমি সময় করে
পেলে ফাঁক-ফোকর
একটু পেলে ফাঁক-ফোকর !!

চলার পথে যদি আমার
কভু মরণ হয়
আমায় তুমি রেখো মনে
পরও কিন্তু নয়
আমি পরও কিন্তু নয় !!

আল্লাহ্ রাসূল দুইজনা | Bangla Song Lyrics | Allah Rasool Duijona Lyrics | বাংলা গানের কথা | লিরিক্স

Exit mobile version