Site icon Media Plant

আমায় থাকতে দাও | Bangla Song Lyrics | Amay Thakte Dao Lyrics | বাংলা গানের কথা | লিরিক্স

আমায় থাকতে দাও
গীতিকারঃ লিয়া
সুরকারঃ মারুফ মুন্না
সঙ্গীতঃ ওয়াহেদ শাহীন

তোমার আকাশ নিলে
আমায় ভাসতে দাও
তোমার অধর কোনে
আমায় হাসতে দাও
তোমার শ্রাবণ জ্বলে
আমায় ভিজতে দাও
তোমার হৃদয় পুড়ে
আমায় থাকতে দাও !!

এই মন এ জীবন চায় শুধু তোমাকে
তোমাকে তোমাকে তোমাকে
তোমাকে তোমাকে শুধু তোমাকে

দিন রাত ভালোবাসা
যেন ভালোবাসা নয়
আজীবন ভালোবেসে
যেতে চায় এ হৃদয় !!

ছোট্ট এ জীবন জুড়ে
তুমি শুধু তুমি নয়
নতুন জীবন এ জীবন যেন
তোমাতেই শুরু হয় !!

আমায় থাকতে দাও | Bangla Song Lyrics | Amay Thakte Dao Lyrics | বাংলা গানের কথা | লিরিক্স

Exit mobile version